মাওবাদী রক্তচক্ষুকে বুড়ো আঙুল। ছত্তীসগড়ে মাওবাদী উপদ্রুত এলাকাতেই ভোট পড়ল সত্তর শতাংশের বেশি। নির্বাচন কমিশন বলছে, এটা রেকর্ড ভোট। তা হলে কি বিজেপির রমন সিংয়ের সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া? মানতে নারাজ মুখ্যমন্ত্রী। রমন সিংয়ের দাবি, প্রথম দফার ১৮টির মধ্যে ১৪টি আসনেই জিতবেন।
Last Updated: Nov 13, 2018, 10:11 IST


