CCTV ফুটেজ: বৃদ্ধ দম্পতি মর্নিংওয়াক করছেন, আচমকা তাঁদের পিষে পালাল গাড়িটি!

Bangla Editor | News18 Bangla | 01:33:02 PM IST Dec 22, 2018

মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন বৃদ্ধ দম্পতি৷ মহারাষ্ট্রের ভাসাই (পূর্ব)-এর বাসিন্দা দুজনেই৷ দিব্য হাঁটছিলেন৷ হঠাত্‍‌ কল সেন্টারের একটি পুলকার আচমকা ধাক্কা মারল তাঁদের৷ ধাক্কার অভিঘাতে বৃদ্ধ কয়েক ফুট উপরে উঠে ছিটকে পড়ে৷ ছিটকে পড়েন বৃদ্ধাও৷ তাঁদের সাহায্য করার বদলে গাড়িটি নিয়ে পালিয়ে গেল ড্রাইভার৷ ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে৷

লেটেস্ট ভিডিও