আবার ‘গোলি মারো ....’ স্লোগান, দিল্লির রাজীব চক মেট্রো স্টেশনে, দেখুন ভিডিও

Bangla Editor | News18 Bangla | 06:31:14 PM IST Feb 29, 2020

যে স্লোগান নিয়ে এত বিতর্ক, সেই ‘গোলি মারো...’ স্লোগানই আবার উঠল দিল্লিতে৷ এবার প্রকাশ্যে দিল্লির রাজীব চক মেট্রো স্টেশনে ৷ এদিন সকাল ১১ নাগাদ বেশ কয়েকজন লোক দিল্লির এই মেট্রো স্টেশনে ঢুকে বিতর্কিত স্লোগানটি দিতে থাকেন৷ শনিবার সকালে যে যাত্রীরা মেট্রো স্টেশনে ছিলেন, তাঁরা হকচকিয়ে যান৷

লেটেস্ট ভিডিও