কাশ্মীরে জঙ্গি দমনে গিয়ে শহিদ পাঁচ, নিহত দুই জঙ্গিও

Bangla Editor | News18 Bangla | 08:30:19 PM IST May 03, 2020

কাশ্মীরে জঙ্গিদের হাত থেকে পণবন্দি একটি পরিবারকে বাঁচাতে গিয়ে শহিদ হলেন এক কর্নেল সহ ভারতীয় সেনার চারজন৷ পাশাপাশি শহিদ হন জম্মু কাশ্মীর পুলিশের এক সাব ইন্সপেক্টরও৷ঘটনায় শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কর্নেল আশুতোষ শর্মার নেতৃত্বে মেজর অনুজ সুদ, নায়েক রাজেশ কুমার, ল্যান্স নায়েক দীনেশ সিং এবং পুলিশের সাব ইন্সপেক্টর শাকিল কাজি জঙ্গিদের একেবারে সামনে পৌঁছে যান৷ পণবন্দিদের বের করে আনতে পারলেও জঙ্গিদের গুলিতে প্রাণ যায় তাঁদের প্রত্যেকেরই৷

লেটেস্ট ভিডিও