Delhi Explosion| লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে পার্কিং লটে বিস্ফোরণে দু’টি গাড়িতে আগুন, হতাহতের খবর নেই. পুলিশ ও দমকল তদন্তে, নাশকতার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না প্রশাসন! দিল্লিতে বিস্ফোরণে গাড়িতে আগুন। দিল্লির লালকেল্লার কাছে গাড়িতে আগুন লাগে বলে জানা গিয়েছে। লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটেও আগুন লেগে যায় এর ফলে। ঘটনাস্থলে দমকল, পুলিশ পৌঁছেছে। কী থেকে বিস্ফোরণ, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও হতাহতের খবর মেলেনি। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে পার্কিং লটে দুটি গাড়ি দাঁড়িয়েছিল। সেগুলিতেই বিস্ফোরণ ঘটে। স্টেশনের ১ নম্বর গেটে আগুন ধরে গিয়েছে। সম্প্রতি দেশের একাধিক জায়গা থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে। দেশ জুড়ে যে একটা নাশকতার ছক কষা হচ্ছিল, তা গত কয়েকদিনেই অনুমান করেছিলেন গোয়েন্দারা। আর এবার ভর সন্ধ্যায় খাস দিল্লিতেই বিস্ফোরণ।
Last Updated: November 10, 2025, 19:56 IST