Video: #EgiyeBangla: নতুন সেতু, রাস্তা..পর্যটকদের জন্য সেজে উঠছে বকখালি

Bangla Editor | News18 Bangla | 12:28:38 PM IST Sep 30, 2018

সামনেই পুজোর ছুটি ছুটি। সমুদ্রের নোনা মেখে নীল ঢেউ দেখতে যদি মন চায়? দক্ষিণ চব্বিশ পরগনার বকখালি দিচ্ছে হাতছানি। অথচ বাম আমলে বকখালির কোনও উন্নয়নই হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বের দরবারে বকখালিকে পর্যটনকেন্দ্র হিসেবে তুলে ধরতে চেয়েছিলেন। সেইমতই শুরু হয়েছে একাধিক উন্নয়নমূলক কাজ। আটের দশকে শর্মিলা ঠাকুর, দীপঙ্কর দে ও অমল পালেকরের ‘হোতাম যদি তোমা পাখি’ গানটির শুট হয়েছিল বকখালিতে। একটা সময় এমনটাই ছিল বকখালি। ঘন ঝাউবন.. উঁচু বালিয়াড়ি, নিরিবিলি সমুদ্র সৈকত, শান্ত.. রোম্যান্টিক.. এখানেই সাদা বালি কথা বলে.. খুনসুটি করে লাল কাঁকড়া.. দোল খায় নোনা হাওয়া... হাতের কাছেই হাতছানি.. এখানে আকাশ নীলের নীচে... বালির নরম উষ্ণতা.. ঘন জঙ্গলে গোপন সবুজ... ৷

লেটেস্ট ভিডিও