Delhi Blast Update: বিস্ফোরণে কেঁপে উঠেছে রাজধানী। দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে ১২ জনের মৃত্যু ও বহু আহত হওয়ার ঘটনায় এবার চরম বার্তা অমিত শাহের। তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে মঙ্গলবার উচ্চপর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন, আইবি-র ডিরেক্টর তপন দে, দিল্লি পুলিশের কমিশনার সতীশ গোলচা এবং এনআইএ-র ডিরেক্টর জেনারেল সদানন্দ বসন্ত দাতে। জম্মু-কাশ্মীরের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ নলিন প্রভাত ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন বৈঠকে। বৈঠকের পর এক্স (পূর্বতন টুইটার)-এ অমিত শাহ জানান, তিনি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যাতে “এই ঘটনায় জড়িত প্রত্যেক অপরাধীকে খুঁজে বার করে আইন অনুযায়ী কঠোর শাস্তি দেওয়া হয়।”
Last Updated: November 12, 2025, 08:04 IST