#কলকাতা :মাধ্যমিকে পরপর প্রশ্ন পাচারের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করল সিআইডি। ধৃতদের মধ্যে রয়েছে দুই মাধ্যমিক পরীক্ষার্থীও। এছাড়া, মালদহ, পূর্ব বর্ধমান ও হুগলি জেলা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে একাধিক পড়ুয়াকেও আটক করা হয়েছে। পুলিশের দাবি, ধৃতরা জেরায় জানিয়েছে, পরীক্ষা হলে প্রশ্নপত্র পেয়ে মোবাইলে ছবি তুলে পাঠাত পরীক্ষার্থীরা। এজন্য হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করা হয়েছিল। সেই প্রশ্ন পেয়ে উত্তর ছবি তুলে পাঠিয়ে দিত উত্তরদাতারা। বিভিন্ন জেলা থেকে একাধিক অভিযোগ পেয়ে তৎপর হয় প্রশাসন। বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করে মধ্যশিক্ষা পর্ষদ। এরপরই তদন্তভার তুলে দেওয়া হয় সিআইডিকে। টাকার বিনিময়েই কি এই কাজ চলত নাকি ভিন্ন কোনও স্বার্থ রয়েছে? অভিযুক্তদের দাবি, হাতে প্রশ্ন পাওয়ার পর তা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেওয়া হত। পরীক্ষার আগেই তা পাচার করা হত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। মাধ্যমিকের প্রশ্ন পাচারের প্রতিবাদে আজ মধ্যশিক্ষা পর্ষদের সামনে বিক্ষোভ দেখায় ছাত্র পরিষদ সমর্থকরা।