মাওবাদী হামলার আশঙ্কা নিয়েই কাল ছত্তীসগড়ে প্রথম দফার ভোট,মোতায়েন আধাসেনার স্পেশ্যাল ইউনিট

Bangla Editor | News18 Bangla | 12:05:06 PM IST Nov 11, 2018

ভোটের মুখে পরপর মাওবাদী হামলা। প্রথম পর্যায়ের ভোটের আগে নিরাপত্তার ব্লু-প্রিন্টই বদলে ফেলল নির্বাচন কমিশন। ভোটে নিরাপত্তায় মোতায়েন আধাসেনার স্পেশ্যাল ইউনিট। শনিবারই মাওবাদী প্রভাবিত ১৮টি বিধানসভা কেন্দ্রে পৌঁছে গিয়েছেন ভোটকর্মী ও নিরাপত্তারক্ষীরা।শনিবার বায়ুসেনার ২টি কপ্টারে বেস অফিসে পৌঁছন ভোটকর্মীরা। ক্যাম্পে রাত কাটিয়ে রবিবার নির্দিষ্ট বুথ পৌঁছবেন তাঁরা।  নির্দেশিকা মেনে চলতে ভোটকর্মী ও নিরাপত্তাকর্মীর সতর্ক করেছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সুব্রত সাহু জানিয়েছেন, বাছাই  করা কেন্দ্রে ভোটকর্মীদের ওপর অনলাইনে নজর রাখবে কমিশন।

লেটেস্ট ভিডিও