‘বিহার বাংলার বিজয়ের পথ প্রশস্ত করেছে’ — ফলাফলের পর আরও বড় বার্তা দিলেন নরেন্দ্র মোদি। বিহারের জয়কে শুধু একটি রাজ্যের পরিবর্তন হিসেবে নয়, সারা পূর্ব ভারতের রাজনীতির মোড় ঘোরানো মুহূর্ত হিসেবেই দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর বার্তায় স্পষ্ট—বিহারের ফল বাংলার রাজনৈতিক জমিতেও ঢেউ তুলবে। মোদির কথায়, “বিহার দেখিয়ে দিল—উন্নয়ন, স্থিরতা এবং নির্ভরযোগ্য নেতৃত্বের প্রতি মানুষের আস্থা কতটা গভীর। এই জয় শুধু বিহারের নয়, গোটা পূর্ব ভারতের ভবিষ্যতের দিশা দেখিয়ে দিচ্ছে।” তিনি আরও বলেন, আগামী দিনে বাংলা যে একই পথে হাঁটবে, সেই আভাসই নাকি এই ম্যান্ডেট দিয়েছে। মোদির বার্তায় আত্মবিশ্বাস, “বিহারের রায় প্রমাণ করল—জনতা পরিবর্তনকে ভয় পায় না, বরং সঠিক নেতৃত্ব দেখলে খোলা মনে সমর্থন দেয়। বাংলা এখন সেই পথেই পা বাড়াবে।” বিহারের ফল নিয়ে মোদির এই মন্তব্যকে রাজনৈতিক মহল দেখছে একটি কৌশলগত ইঙ্গিত হিসেবে—আগামী লড়াইয়ের মঞ্চ এবার বাংলা।
Last Updated: Nov 14, 2025, 20:44 IST


