Bihar Election 2025 | বিহারে আজ বিধানসভা ভোটের প্রথম দফা। ২৪৩ আসনের মধ্যে প্রথম দফায় ভোট ১২১টিতে। নজরকাড়া কেন্দ্রের মধ্যে রয়েছে রাঘোপুর। এখানে আরজেডি প্রাথী তেজস্বী যাদব। মহুয়া আসনে লড়ছেন তেজস্বীর দাদা তেজপ্রতাপ। বিজেপি নেতা তথা উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী লড়ছেন তারাপুর আসন থেকে। এই দফাতেই ভোট হবে আলিনগর আসনে। এখানে বিজেপির টিকিটে লড়ছেন লোকসংগীত শিল্পী মৈথিলি ঠাকুর। উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিজয় কুমার সিনহা প্রার্থী হয়েছেন লাখিসরাই কেন্দ্রে।
Last Updated: Nov 06, 2025, 17:08 IST


