বালাকোটের পর ফের পাকিস্তানকে প্রত্যাঘাত ভারতের,জঙ্গিদের একাধিক লঞ্চপ্যাড ও ঘাঁটি গুঁড়িয়ে দিল সেনা

Bangla Editor | News18 Bangla | 09:13:00 PM IST Oct 20, 2019

বালাকোটের পর ফের পাকিস্তানকে প্রত্যাঘাত ভারতের। জঙ্গিদের ঢোকাতে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালাতে শুরু করে পাক সেনা। জবাবে পাক অধিকৃত কাশ্মীরের সাত জায়গায় জঙ্গিদের একাধিক লঞ্চপ্যাড ও ঘাঁটি গুঁড়িয়ে দিলেন ভারতীয় জওয়ানরা। খতম অন্তত ৩৫ জঙ্গি। ৬ পাক সেনারও মৃত্যু হয়েছে।

লেটেস্ট ভিডিও