Republic Day 2022: ৭৩তম প্রজাতন্ত্র দিবসে আটারি ও ওয়াঘা সীমান্তে মৈত্রী বন্ধনের ছবি

Bangla Digital Desk | News18 Bangla | 06:04:24 PM IST Jan 26, 2022

৭৩ তম প্রজাতন্ত্র দিবস পালিত হল দেশজুড়ে। দিল্লি থেকে কলকাতা, সর্বত্র প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়েছে। প্রতিবারের মতো এবারও আটারি ও ওয়াঘা সীমান্তে মৈত্রী বন্ধনের ছবি দেখা গেল। ভারত ও পাকিস্তান সীমান্তে দুই দেশের সেনার মধ্য়ে চলল বিটিং রিট্রিট। করোনা আবহে এবার অবশ্য এমন অনুষ্ঠান দেখার জন্য বেশি ভিড় হয়নি। এবার ভার্চুয়াল ছবি ও ভিডিও ভরসা। তবে এমন দিনে দুই দেশের এই মৈত্রী ছবি অনেককেই আপ্লুত করে।

লেটেস্ট ভিডিও