১২ ঘণ্টা পেরিয়েও দাউ দাউ করে জ্বলছে বাগরি মার্কেটের আগুন

Bangla Editor | News18 Bangla | 05:19:30 PM IST Sep 16, 2018

#কলকাতা: ১৫ ঘণ্টা অতিক্রান্ত ৷ তারপরও নেভানো যাচ্ছে না আগুন ৷ দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে ৷ তবে সরু গলি দিয়ে ভিতরে যেতে সমস্যা হচ্ছে তাদের ৷ এখন আগুন পৌঁছে গিয়েছে ছাদেও ৷ জলের যে ট্যাঙ্ক রয়েছে, সেই ট্যাঙ্ক ফাটার আওয়াজ পাওয়া যাচ্ছে ৷ ৪৮ ঘণ্টা সময় লাগবে এই আগুন নেভাতে , বলছেন দমকল কর্তারা ৷

লেটেস্ট ভিডিও