পাক সেনার গুলিতে শহীদ ভারতীয় জওয়ান পদম বাহাদুর, শোকে মুর্চ্ছা স্ত্রীয়ের, কাঁদছে ছোট ছোট ২ সন্তানও

Bangla Editor | News18 Bangla | 03:56:12 PM IST Oct 22, 2019

পাক সেনার হামলায় নিহত ভারতীয় জওয়ান পদম বাহাদুর শ্রেষ্ঠার বাড়িতে শোকের ছায়া। স্ত্রী, দুই সন্তানের সঙ্গে অসমের গোলাঘাটে থাকতেন পদম বাহাদুর শ্রেষ্ঠা। শনিবার গভীর রাতে পাক সেনার গুলিতে নিহত হন ভারতীয় জওয়ান পদম বাহাদুর শ্রেষ্ঠা। তাঁর মৃত‍্যুর খবর জানতে পেরে বাড়িতে সমবেদনা জানাতে যান গ্রামবাসীরা।

লেটেস্ট ভিডিও