Abhishek Banerjee Goa Visit: টার্গেট গোয়া, ডিসেম্বরে কবে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

Bangla Digital Desk | News18 Bangla | 05:27:48 PM IST Dec 02, 2021

তৃণমূলের সামনে টার্গেট এখন গোয়া। আগামী বছরের শুরুতেই গোয়ায় বিধানসভা ভোট। তাই এখন থেকেই জোর কদমে প্রচার ও সাংগঠনিক কাজে নেমে পড়তে চায় তৃণমূল (Abhishek Banerjee Goa Visit)। মুম্বই থেকে ফিরেই গোয়া সফরে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Goa Visit)। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই তাঁর গোয়া সফর চূড়ান্ত হয়েছে বলে খবর। ১৩ ডিসেম্বর তিনি যাবেন গোয়ায়। সেখানে দিন দুয়েকের কর্মসূচি রয়েছে তাঁর। তারপর ফিরবেন কলকাতায়। (Abhishek Banerjee Goa Visit)

লেটেস্ট ভিডিও