?>
corona virus btn
corona virus btn
Loading

জমি জন্য চরম মার, পুলিশের সামনেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা দলিত দম্পতির

Bangla Editor | News18 Bangla | 12:59:37 PM IST Jul 16, 2020

মধ্যপ্রদেশের গুনাতে এক দলিত দম্পতি পুলিশের সামনেই কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করল।  অভিযোগ তাঁরা সরকারি জমিতে চাষ করে সংসার চালাচ্ছিল। ওই জমিতে একটি কলেজ বানানোর কথা ছিল। সেই জমি খালি করাতে যায় পুলিশ। সেই সময় রাজকুমার আহিরওয়ার(৩৮) এবং তাঁর স্ত্রী সাবিত্রী এসে বাধা দেয় পুলিশকে। এর পরে পুলিশ তাঁদের ওপর লাঠিচার্জ করে। বাচ্চাদের সামনেই নির্দয়ভাবে মারা হয় তাঁদের । এবং ফসল নষ্ট করে দেওয়া হয়। প্রতিবাদ হিসেবে পুলিশের সামনেই ওই দলিত দম্পতি বিষ খেয়ে নেয়।যদিও তাঁদেরকে জোর করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং জানানো হয়েছে তাঁরা এখন সুস্থ আছে।  দেখুন ভিডিও-

লেটেস্ট ভিডিও