Nadia- নদিয়ার কল্যানী আ্যলোয় কাস্টিং লিমিটেড কোম্পানিতে শ্রমিক দূর্ঘটনায় বিক্ষোভ

Bangla Digital Desk | News18 Bangla | 12:09:55 PM IST Nov 29, 2021

#নদিয়া- নদিয়ার কল্যানী আ্যলোয় কাস্টিং লিমিটেড কোম্পানিতে শ্রমিক দূর্ঘটনায় বিক্ষোভ। কোম্পানিতে কাজ চলাকালীন একজন শ্রমিকের দূর্ঘটনা ঘটে, আশঙ্কাজনক  অবস্থায় তাকে কল্যানী জে এন এম হসপিটালে নিয়ে য়ায় চিকিৎসার জন্য ।

ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল ৫:৪০ মিনিটে, দূর্ঘটনায় শিকার হয় ঐ শ্রমিক। জানা যায়, তার নাম মান্তা মন্ডল। এর পর সমস্ত শ্রমিক ক্ষোভে ফেটে পড়ে এবং সমস্ত শ্রমিকরা  এক হয়ে কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখায়।

লেটেস্ট ভিডিও