Nadia- সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিক্রি হচ্ছে ২০০ থেকে ৫০০ টাকায়

Bangla Digital Desk | News18 Bangla | 12:31:22 PM IST Dec 03, 2021

#নদিয়া- নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকে ২০০ টাকা থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে সবুজ সাথী প্রকল্পের সাইকেল। এমনই চাঞ্চল্যকর ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়।যিনি সাইকেল কিনছেন, সেই হকারের বক্তব্য, এই সাইকেল গুলো খুবই নিম্নমানের, তাছাড়া এই সাইকেলের টায়ার টিউব ও মেরামত করতে খরচ পড়ছে ৭০০ থেকে ৮০০ টাকা।  তাই অনেকেই বাধ্য হয়েই এই সাইকেল না সারিয়ে আমাদের মত হকারদের কাছে বিক্রি করে দিচ্ছে। আমরাও এগুলো কিনে ভাংড়ির দোকানে ৫০ টাকা লাভে বিক্রি করছি।

লেটেস্ট ভিডিও