Nadia Christmas- বড়দিনের আগের রাতে কেকের দোকানে খদ্দেরদের উপচে পড়া ভিড় মাজদিয়ায়

Bangla Digital Desk | News18 Bangla | 09:41:25 PM IST Dec 24, 2021

#নদিয়া- বড়দিনের আগের রাতে কেকের দোকানে খদ্দেরের উপচে পড়া ভিড় মাজদিয়ায়। গতবার করোনার প্রকোপের জেরে তেমন বেচাকেনা না হলেও, এই বছরের চিত্রটা অন্যরকম বলে জানালেন এক বিক্রেতা। মাজদিয়ার ভ্রাম্যমাণ কেকের দোকানগুলোতে খদ্দেরদের ভিড় দেখা যাচ্ছে বড়দিনের আগের রাতে।

লেটেস্ট ভিডিও