West Bardhaman- নিজ উদ্যোগে পিতৃ-মাতৃহীন যুবতীর বিয়ে দিলেন কাউন্সিলর। 

Bangla Digital Desk | News18 Bangla | 12:13:06 AM IST Dec 17, 2021

#পশ্চিম বর্ধমান- মা হারা এক কিশোরীর পাশে দাঁড়িয়ে অভিভাবকের দায়িত্ব পালন করে বিয়ের ব্যবস্থা করলেন দুর্গাপুর পৌরসভার ২০নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমাপ্রসাদ হালদার।দুর্গাপুরে কুড়ি নম্বর ওয়ার্ডের পৌর পিতা ও মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং এলাকাবাসীর উদ্যোগে, বিদ্যাসাগর পল্লীর শিব মন্দির প্রাঙ্গণে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্থানীয় বাসিন্দা নারায়ণ চন্দ্র সাহা নামের এক ব্যক্তির বাড়িতে কাজ করতেন বছর কুড়ির এক কিশোরী। ছোটবেলাতেই মা কে হারায় ওই কিশোরী। মায়ের মৃত্যুর পর পড়ায় নারায়ণ চন্দ্র সাহার বাড়িতেই পরিচারিকার কাজ করার পাশাপাশি, তাঁর বাড়িতেই মানুষ হয় ওই কিশোরী। বর্তমানে ওই কিশোরী বিবাহ যোগ্য হলেও, আর্থিক অনটনের কারণে বিয়ের অনুষ্ঠান করা সম্ভব হয়ে উঠছিলো না। বিষয়টি জানতে পারেন এলাকার কাউন্সিলর রমাপ্রসাদ হালদার। তিনি বিষয়টি নিয়ে এলাকার মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগ নেওয়ার কথা জানান। তারপরেই বিয়ের আয়োজন করা হয়।

লেটেস্ট ভিডিও