কোভিড বিধি মেনে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা

Bangla Editor | News18 Bangla | 05:17:21 PM IST Jul 17, 2021

তমলুকঃ  করোনার কারণে গত প্রায় ১৮ মাস পঠন-পাঠন থেকে অনেকটাই দূরে পড়ুয়ারা। দীর্ঘদিন পর পড়ুয়ারা বসতে চলেছে পরীক্ষায়। রাজ্যের বিভিন্ন সেন্টারে নেওয়া হচ্ছে জয়েন এন্ট্রান্স পরীক্ষা। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, পাঁশকুড়া,কাঁথি ও হলদিয়ায় পরীক্ষার সেন্টার পড়েছে। সরকারি নিয়ম অনুসারে হয়েছে পরীক্ষা। কাঁথিতে দুটি সেন্টার,  পাঁশকুড়ায় দুটি, হলদিয়ায় একটি ও তমলুকে একটি। জেলায় মোট ৬ টি সেন্টার রয়েছে। সেই সেন্টার গুলি কোভিডের সমস্ত গাইডলাইন মেনেই পরীক্ষা নেওয়া হচ্ছে। সকাল থেকে সেন্টারগুলিতে পরীক্ষার্থীরা আসতে শুরু করেছে। প্রতিটি সেন্টারে পরীক্ষার্থীদের কোভিড বিধি মান্যতা দিয়ে প্রবেশ করছে পরীক্ষা কেন্দ্রে।

লেটেস্ট ভিডিও