হাওড়ায় রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে মৃত বীরভূমের তিন শ্রমিক বীরভূমের নলহাটির নওয়াপাড়ার তিন যুবক হাওড়ায় রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে মারা যান। মৃতদের নাম শেখ সাবীর, আলামিন শেখ এবং জাকির শেখ। এই তিন শ্রমিক একটি জলের ট্যাঙ্ক মেরামতির সময় দম বন্ধ হয়ে মারা যান। হুল যাত্রা অনুষ্ঠিত হলো দুবরাজপুরের মাজুরিয়া গ্রামে বীরভূম জেলা আদিবাসী গাঁওতার পরিচালনায় বুধবার হুল যাত্রা অনুষ্ঠিত হল বীরভূমের দুবরাজপুর ব্লকের আদিবাসী অধ্যুষিত মাজুরিয়া গ্রামে। এদিন মোটর সাইকেল ও চারচাকা গাড়ির শোভাযাত্রা করা হয়। দুবরাজপুর সারদা ময়দান থেকে শোভাযাত্রা করে মাজুরিয়া গ্রামে পৌঁছান শোভাযাত্রায় অংশগ্রহনকারীরা। সেখানে পতাকা উত্তোলন করেন গবেষক ডঃ সুবোধ হাঁসদা। তারপর সিধু কানুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা আদিবাসী গাঁওতার সম্পাদক রবীন সরেন সহ অন্যান্যরা। এছাড়াও এদিন তীরন্দাজী সহ বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়। পাশাপাশি একটি ছোট্ট মেলারও আয়োজন করা হয়। রাস্তার বেহাল দশা সাঁইথিয়ায়, গাড়ির যন্ত্রাংশ ভেঙে বিপত্তি বীরভূমের সাঁইথিয়া ব্লকের রোঙ্গাইপুর থেকে পুরন্দরপুর পর্যন্ত যাওয়ার রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে। বেহাল রাস্তার কারণে এই রাস্তার উপর দিয়ে যে সকল গাড়ি যাতায়াত করছে তাদের বেশিরভাগ সময়ই যন্ত্রাংশ ভেঙে বিপত্তি তৈরি হচ্ছে। গাড়ির যন্ত্রাংশ ভেঙে যাওয়ার কারণে যানজটের সৃষ্টিও হচ্ছে এলাকায়।