পুলিশি তৎপরতায় উদ্ধার পথ হারানো নাবালিকা

Bangla Digital Desk | News18 Bangla | 11:49:57 PM IST Sep 14, 2021

দক্ষিণ ২৪ পরগনা: পুলিশি তৎপরতায় রাতের অন্ধকারে জয়নগর থেকে উদ্ধার নরেন্দ্রপুরের এক নাবালিকা। জয়নগর থানার অন্তর্গত বহরু এলাকাতে অন্ধকার নির্জন রাস্তায় সন্দেহ জনকভাবে এক নাবালিকাকে ঘোরা-ফেরা করতে দেখে স্থানীয় দোকানদাররা। তারা ঐ নাবালিকার নাম পরিচয় জানতে চাইলে , কেঁদে ফেলে ওই নাবালিকা। তার সাথে কথা বলে স্থানীয় ব্যবসায়ীরা বুঝতে পারে যে তার বাড়ি নরেন্দ্রপুর থানা এলাকায় এবং সে পথ হারিয়েছে। সাথে সাথে জয়নগর থানায় খবর দিলে জয়নগর থানার কর্তব্যরত পুলিশ অফিসার অরুণ বিশ্বাস ওই নাবালিকা কে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং তার কাছ থেকে ঠিকানা জেনে বাড়িতে খবর পাঠায়। কিন্তু ততক্ষণে রাত অনেক গড়িয়েছে। তাই রাতে তার বাড়ির লোক এসে পৌঁছাতে পারেননি। এদিন সকালে ঐ নাবালিকার বাড়ির লোকজন জয়নগর থানায় আসে।নিজের বোনকে খুঁজে পেয়ে খুশি নাবালিকার দাদা।

/সাগরে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল ৩৮ বছরের এক যুবকের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরের মুড়িগঙ্গা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের, মন্দিরতলা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, বছর ৩৮ এর তাপস প্রধান। মন্দিরতলা পশ্চিম পাড়ার বাসিন্দা। তাপস প্রধান তাদের মাটির ঘরে ঘুমাচ্ছিলেন। প্রবল বৃষ্টির ফলে হঠাৎই মাটির দেওয়াল ভেঙে পড়ে। পরিবারের লোকজন  তড়িঘড়ি তাপস প্রধানকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাগর হাসপাতাল থেকে ডায়মন হারবার সুপার স্পেশালিস্ট হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পথে মৃত্যু হয় যুবকের।এইভাবে দেয়াল চাপা পড়ে মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

লেটেস্ট ভিডিও