দক্ষিণ ২৪ পরগনা: রান্না পুজোর রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বিপত্তি। জয়নগর রায় পাড়ার বাসিন্দা অভিজিৎ দাসের বাড়িতে রান্না পুজোর রান্না করছিলেন গৃহবধূ মানসী দাস। রান্না চলাকালীন হঠাৎই রান্না ঘরে আগুন জ্বলতে দেখে বাড়ির লোকজন। সাথে সাথে ছুটে আসে প্রতিবেশীরা। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ঘরের মধ্যেও। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জয়নগর থানার পুলিশ। প্রতিবেশী এক যুবক গ্যাস সিলিন্ডার টিকে বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেয়, পাশাপাশি জল ও বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন আশপাশের লোকজন। খবর পেয়েই সাথে সাথে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। ততক্ষণে অবশ্য আগুন নিভিয়ে ফেলেন এলাকার বাসিন্দারা। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
এদিন সাগর বিধানসভা কেন্দ্রে অবস্থিত মুড়িগঙ্গা দুই গ্রাম পঞ্চায়েতের অধীন বামনখালীতে মোটরভেন চালক কল্যাণ সমিতির পরিচালনায় সার্বজনীন বিশ্বকর্মা পুজোর শুভ উদ্বোধন ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হল। শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সকারের সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ জেলা পরিষদের সদস্য মহিতোষ দাস, সাগর পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষ্য আব্দুল সামির শাহ, মুড়িগঙ্গা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ মন্ডল, সহ অন্যান্য বিশিষ্টজনেরা।