আজ থেকে শুরু ভিস্তাডোমে যাত্রা! ডুয়ার্সের পথে ছুটল অভিনব কোচযুক্ত স্পেশাল ট্রেন

Bangla Editor | News18 Bangla | 08:52:24 PM IST Aug 28, 2021

শিলিগুড়ি: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান। বহু পরিকল্পনা, বৈঠক, ট্রায়াল রান, নতুন স্টপেজ যুক্ত হওয়া, সময়সীমা নিয়ে বিবাদের পর শুরু হল ভিস্তাডোম কোচ সমেত ট্যুরিস্ট স্পেশাল ট্রেনের যাত্রা। কু-ঝিক-ঝিক আওয়াজ করে ছুটে চলল ডুয়ার্সের জঙ্গলের মাঝ দিয়ে। শনিবার সকাল সকাল নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে ছেড়েছে। যাত্রার প্রথমদিনে কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় সবুজ পতাকা দেখান। এই ট্রেনটি সপ্তাহে তিনদিন শুক্র, শনি ও রবিবার চলবে। ভিস্তাডোম কোচ ছাড়াও নন এসি চেয়ার কার এবং এসি চেয়ার কার রয়েছে। ৪৪টি আসন ৩৬০ ডিগ্রি ঘুরে জঙ্গলকে আরও বেশি সুন্দরভাবে উপভোগ করার সুযোগ দেবে। আইআরসিটিসির ওয়েবসাইট থেকেই করা যাবে টিকিট বুকিং। ইতিমধ্যেই আগামী কয়েক সপ্তাহের জন্য টিকিট বুক করা হয়েছে। এই ট্রেনটি শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে সকাল ৭ টা বেজে ২০ মিনিটে ছাড়বে সপ্তাহে তিনদিন। দুর্গাপুজোর আগেই পর্যটনশিল্পে খুশির জোয়ার এনে দিয়েছে এই ভিস্তাডোম।

লেটেস্ট ভিডিও