#শিলিগুড়ি ও ধূপগুড়ি: ভারতীয় জনতা যুব মোর্চা শিলিগুড়ি সাংগঠনিক জেলার ১নং মণ্ডল কমিটির পক্ষ থেকে 'জল নিকাশি' কর্মসূচি। বেশকিছু দিনের টানা বৃষ্টির ফলে জলমগ্ন শিলিগুড়ির ৪৬নং ওয়ার্ডের বেশ কিছু জায়গা। অসহায় সাধারণ মানুষের সাহায্যার্থে ভারতীয় জনতা যুব মোর্চা। শিলিগুড়ি সাংগঠনিক জেলার ১নং মণ্ডল কমিটির পক্ষ মাঠে নামা হয়। উপস্থিত ছিলেন জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক সৌরভ সরকার, জেলা যুব মোর্চার কার্যালয় প্রমুখ সৌরভ ঘোষ, ১নং মণ্ডল যুব মোর্চার সভাপতি আস্তিক মণ্ডল, বিজেপি ১নং মণ্ডলের সাধারণ সম্পাদক মান্না ভদ্র সহ মণ্ডলের বিভিন্ন যুব কার্যকর্তা।
অন্যদিকে, ফের গভীররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ধূপগুড়িতে। অল্পের জন্য রক্ষা ধুপগুড়ি শহর। ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়ি শহরে। উল্লেখ্য, রাত বারোটা নাগাদ ধূপগুড়ি এসটিএস ক্লাব সংলগ্ন একটি ইলেকট্রনিকের দোকানের ভেতরে হঠাৎ এই আগুন লাগার ঘটনা চোখে পরে স্থানীয়দের, এরপর খবর দেওয়া হয় ধুপগুড়ি পুলিশ এবং দমকল বাহিনীকে। ঘটনাস্থলে দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।