২৮৪ ছাত্রছাত্রীকে সাইকেল দিলেন বিধায়ক! স্কুলে উন্নয়নের আশ্বাস

Bangla Editor | News18 Bangla | 06:01:26 PM IST Sep 02, 2021

ভাস্কর চক্রবর্তী, জলপাইগুড়ি: রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পে ২৮৪ জন ছাত্রছাত্রীকে দেওয়া হল সাইকেল। রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় এদিন একটি অনুষ্ঠানের মাধ্যমে সাইকেল প্রদান করেন। তিনি স্কুলের উন্নয়নের জন্য দ্রুত কাজ করার আশ্বাস দেন। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় দাস বিধায়কের কাছে গেট ও স্কুল বেঞ্চের আবেদন করেন। তাঁর আবেদনে সাড়া দিয়ে বিধায়ক দ্রুত কাজ শুরু করার আশ্বাস দেন তিনি।

একের পর এক উন্নয়নের মুখ দেখছে রাজগঞ্জ। অবশেষে দীর্ঘদিনের দাবিকে সাড়া দিয়ে শিলান্যাস হল সেতুর। ১ কোটি ৮৫ লক্ষ টাকা খরচে ডাহুক নদীর উপর সেতুর কাজের শিলান্যাস করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। নারকেল ফাটিয়ে সেতুর কাজের শিলান্যাস করেন তিনি। দীর্ঘ প্রায় ২৫ বছর আগে চেকরমারি এবং নবগ্রাম গ্রামের মধ্যে ডাহুক নদীর সংযোগকারী সেতু ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘদিন পরে পূর্ত দপ্তরের তরফে সেতু তৈরির উদ্যোগ নেওয়ায় খুশি দুটি গ্রামের মানুষ। এদিন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়, পঞ্চায়েত প্রধান মল্লিকা রায়, সমাজসেবী মোকসেদ আলম, লক্ষ্যমোহন রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রওশান হাবিব এবং যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির তহমিদার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

লেটেস্ট ভিডিও