Siliguri| Bangla News|| করোনাকালে শিলিগুড়ির বিভিন্ন ক্লাবে আয়োজিত শ্যামাপুজো

Bangla Digital Desk | News18 Bangla | 10:28:45 PM IST Nov 08, 2021

#শিলিগুড়ি: গতবছরের ন্যায় করোনার রোষে শিলিগুড়ির বড় বাজেটের পুজো এবারও সারা হল নমঃ নমঃ করেই। বিবেকানন্দ ক্লাব (ভিএনসি-VNC), জিটিএস (GTS) এবং রয়্যাল স্পোটিং ক্লাব, হাকিমপাড়া (Royal sporting club, Hakim Para)-সহ বিভিন্ন ক্লাবগুলো ২০১৯ পর্যন্তও বিগ-বাজেটের পুজো করে গিয়েছে। কিন্তু গত বছরেই পরিবর্তন হয়ে যায় চালচিত্রে। ফি'বছর সেই রূপে থিমের ছোঁয়া লাগলেও বড় বাজেটের পথে হাঁটেনি পুজো আয়োজকরা।

লেটেস্ট ভিডিও