রূপনারায়ণ নদের জলই ভরসা, করোনা কালে সংসার চালাতে চিংড়ি ভরসা

Bangla Editor | News18 Bangla | 09:33:36 PM IST Jun 28, 2021

তমলুক:   সংসার চলছে রূপনারায়ন নদের জলে গলদা চিংড়ির মিন ধরে।  করোনা ভাইরাসের অতিমারী বহু মানুষকে কর্মহীন করে দিয়েছে। কাজ হারিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ জন। অনেকেই বিকল্প পেশার খোঁজ করেছে। পূর্ব মেদিনীপুর জেলার রূপনারায়ন তীরবর্তী এলাকার মানুষজন এই করোনা অতিমারীর কালে রোজগারের পন্থা খুঁজে নিয়েছে নদীর জলেই। নদীতে ভাটার সময় গলদা চিংড়ির মীন ধরে সংসার চালাচ্ছে মানুষজন।

লেটেস্ট ভিডিও