শুধুমাত্র করোনা আক্রান্তদের চিকিৎসা, প্রতিবাদে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালের সামনে বিক্ষোভ। পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর: সারা দেশের সাথে এই রাজ্যেও প্রতিদিন মারন ভাইরাস করোনার সংক্রামন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এমন পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হবে।ফলে মারন ভাইরাস করোনাতে আক্রান্ত রোগীদের এখানে চিকিৎস্যা করা হবে। এই খবর স্থানীয় বাসিন্দাদের কাছে যাওয়া মাত্রই তাঁরা হাসপাতালের সামনে জরুরি বিভাগের কাছে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।আন্দোলনরত স্থানীয়দের দাবি, হাসপাতালে অন্যান্য পরিষেবা বন্ধ করে শুধু মাত্র করোনার চিকিৎসা এখানে করা যাবে না। অন্যান্য পরিষেবার সাথে সাথে করোনার চিকিৎসা করতে হবে।এই দাবিতে দুপুরে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে বিক্ষোভরত স্থানীয় মানুষজন বলেন আপৎকালীন পরিষেবা ও প্রসুতি বিভাগ অবশ্যই এই হাসপাতালে চালু রাখতে হবে। তাঁরা বলেন এই বিভাগ গুলি বন্ধ হয়ে গেলে স্থানীয় বাসিন্দাদের অনেকটা দুরে গিয়ে পরিষেবা নিতে হবে ।ফলে জীবনহানির সংখ্যা বাড়ার সম্ভাবনা আছে।