পেটুয়াঘাট মৎস্য বন্দর সংলগ্ন এলাকায়ত্রাণ সামগ্রী বিতরণ করল স্বেচ্ছাসেবী সংস্থা

Bangla Editor | News18 Bangla | 06:20:48 PM IST Jun 14, 2021

পেটুয়াঘাট মৎস্য বন্দর সংলগ্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ ও এলাকার পুকুরগুলোতে ব্লিচিং পাউডার ছড়ালো এগরা উইকেয়ার সংস্থা। এগরা উইকেয়ার  সাহায্য নিয়ে পৌঁছায় কাঁথি র পেটুয়াঘাট সংলগ্ন শুনিয়া,ছনবেড়ি্যয়া গ্রামে। বন্যাকবলিত প্রায় ২০০ টি পরিবার কে আলু, ছাতু, সোয়াবিন, ডাল, সর্ষে তেল, ছোলা, ত্রিপল,ব্লিচিং পাউডার, ORS, স্যানিটারি ন্যাপকিন ও ছোট ছোট বাচ্চাদের জামা প্যান্ট ও মায়েদের শাড়ি ও বয়স্কদের ধুতি তুলে দেওয়া হয়। এলাকা গুলোতে জীবাণু মুক্ত করার জন্য ব্লিচিং ছড়ানো হয়। সংস্থার সভাপতি সুভাষ নন্দ বলেন আমরা ধারাবাহিক ভাবে ইয়াস ঝড়ে বিধ্বস্ত বিভিন্ন এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছি এটি আমাদের পঞ্চম পর্বের সাহায্য বিতরন। সংস্থার সম্পাদিকা উজ্জয়িনী ব্যানার্জী বলেন উইকেয়ার কে সাহায্যকারী সকল শুভাকাঙ্ক্ষী ও দাতা বন্ধু দের ধন্যবাদ। তিনি সংস্থা র সকল সৈনিকদের অক্লান্ত পরিশ্রম কে কুর্নিশ জানাই। নন্দীগ্রামে উদ্ধার দুই মৎস্যজীবীর মৃতদেহ। শনিবার রাতে নন্দীগ্রামের কেন্দামারি-জালপাইয়ের গঙ্গামেলার ঘাটে মাছ ধরার ট্রলার উল্টে মৃত্যু হয়েছিল একজনের। টলারের আরো তিন জন নিখোঁজ ছিল। মৃত ব্যক্তির নাম প্রদীপ মান্না। বাড়ি কাঁথির মশাগাঁ গ্রামে। শনিবার রাত ১১টা নাগাদ হলদি নদীর ওই ঘাটে ট্রলার নোঙর করার সময় ঘটনাটি ঘটে। মাছ ধরার জন্য মোট ১৪ জন মৎস্যজীবী ট্রলারে ছিলেন। খাওয়া দাওয়ার জন্য রাতে নোঙর করা হচ্ছিল ট্রলারটি। তখনই দুর্ঘটনা ঘটে।  সোমবার সকালে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। মৃত ব্যক্তিদের নাম কাশীরাম সিট, রুপেশ ভূঁইয়া, বাড়ি মারিশদা থানা এলাকায়। এখনো এক ব্যক্তি নিখোঁজ রয়েছে। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

লেটেস্ট ভিডিও