জেলে মাঝিদের তৎপরতায় প্রাণ বাঁচল বৃদ্ধার

Bangla Editor | News18 Bangla | 08:32:19 PM IST Aug 12, 2021

কোলাঘাট:  ১২ আগস্ট বৃহস্পতিবার দুপুরে কোলাঘাট রূপনারায়ণ নদীতে ঝাঁপ দেয় এক বৃদ্ধা মহিলা। কোলাঘাট নতুন শরৎ সেতুর  ওপর থেকে ঝাঁপ দেয় বৃদ্ধা। জলের স্রোতের প্রায় এক কিলোমিটার দূরে চলে যায়। দেনান গ্রামের লকগেটের  কাছ থেকে মৎস্যজীবীরা মাঝনদীতে ওই বৃদ্ধাকে উদ্ধার করেছে।এরপর কোলাঘাট থানায় বৃদ্ধাকে আনা হয়। তবে ঐ বৃদ্ধা সঠিক কোন পরিচয় দিতে রাজী হয়নি। প্রাথমিক ভাবে জানায়, পারিবারিক অশান্তির কারনে বাসে চেপে কোলাঘাটে নামে। এবং ব্রীজ থেকে রূপনারায়ন নদে ঝাঁপ দেয়। নদীতে জেলে মাঝিরা দেখতে পেয়ে উদ্ধার করে ঐ বৃদ্ধা মহিলাকে।

লেটেস্ট ভিডিও