সারাদিনের সব খবর একসঙ্গে রাত ৮ টায়

Bangla Editor | News18 Bangla | 08:49:52 PM IST Aug 20, 2021

মহরম উপলক্ষে জাতীয় সড়কে চলছে পুলিশের নাকা চেকিং।


তমলুক:    ইসলাম ধর্মের অন্যতম পবিত্র দিন মহরম। ২০ আগস্ট শুক্রবার মহরম। এই মহরম উপলক্ষে ফরিদপুর জেলার বিভিন্ন এলাকার জাতীয় সড়কে পুলিশের নাকা চেকিং চলছে। নাকা চেকিং শুরু হয়েছে ১৯ আগস্ট বৃহস্পতিবার থেকে চলবে ২১ আগস্ট শনিবার সকাল পর্যন্ত। তমলুক থানার মিলন নগরের কাছে ৪১ নম্বর জাতীয় সড়কের ওপর তমলুক থানা ট্রাফিক বিভাগ নাকা চেকিংয়ে পণ্যবাহী যান চলাচলের ওপর বাড়তি নজরদারি দিয়েছে। কলকাতাগামী পণ্যবাহী যানের কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। মহরমে কোনো দুর্ঘটনা বা অশান্তি যাতে না ছড়ায় তাই  নাকা চেকিং ব্যবস্থায় আঁটোসাঁটো করা হয়েছে। 

লেটেস্ট ভিডিও