জেলার হস্তশিল্পের প্রচার ও প্রসারের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী তমলুক: জেলার হস্তশিল্পের প্রচার ও প্রসারের লক্ষ্যে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হলো হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী। তমলুকের নিমতৌড়ির গনপতি নগরে জেলাশাসকের সভাগৃহে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা হয়। চারটি বিভাগে মোট ১২১ জন প্রতিযোগী অংশগ্রহন করে। পটচিত্রে ৩৮ জন, মাদুর-২৮ জন, হর্ন এন্ড ফিসেল ১৯ জন এবং অন্যান্য- ৩৯ জন অংশগ্রহন করে। চারটি বিভাগ থেকে প্রথম, দ্বিতীয় ও বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে। প্রথম পুরস্কার ১৫০০ টাকা, দ্বিতীয় ১০০০ এবং বিশেষ ৫০০ টাকা দেওয়া হবে। যারা প্রতিযোগীতায় স্থান অর্জন করবে তাদের আগামীদিনে রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা করা হবে। সেই সাথে প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারিকরা রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহনের সুযোগ পাবে। জেলার হস্ত শিল্পীদের কথা ভেবেই রাজ্য সরকারে এই উদ্যোগ বলে জানান পূর্ব মেদিনীপুর জেলা অতিরিক্ত জেলা শাসক সাধারণ শৌভিক চট্টোপাধ্যায়।