East Medinipur- সারাদিনের পূর্ব মেদিনীপুর

Bangla Digital Desk | News18 Bangla | 08:25:37 PM IST Dec 02, 2021

#পূর্ব মেদিনীপুর-  ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ, চিন্তায় জেলার চাষিরা। প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রেহাই নেই পূর্ব মেদিনীপুর জেলার চাষিদের। ইয়াসের তাণ্ডবে জলা জুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে চাষবাসে। তারপর জেলাজুড়ে অতিবৃষ্টি বন্যা ও জমা জলে ধান চাষের প্রভূত ক্ষতি হয়েছে। অতিবৃষ্টি ও বন্যার কারণে এমনিতেই জেলা জুড়ে বর্ষাকালীন ধান চাষ অনেকটাই কম হয়েছে। কিন্তু সেই ধান পাকতে পাকতে আবারও দুর্যোগের আশঙ্কা। অশনি সংকেত দেখছে জেলার ধান চাষিরা। চাষিরা ব্যস্ত, মাঠের পাকা ধান ঘরে তুলতে। ইতিমধ্যে জেলা কৃষি দপ্তর থেকে প্রতিটি ব্লকে ব্লকে চাষীদের সতর্ক করে দেওয়া হয়েছে। চাষিরা দ্রুত ধান তুলতে পাঁশকুড়া ও এগরা ব্লকে হারভেস্টিং মেশিন মাঠে নেমেছে।

লেটেস্ট ভিডিও