তমলুকে  সবুজ সাথী প্রকল্পের সপ্তম পর্যায়ে সাইকেল বিতরণ করা হয়

Bangla Digital Desk | News18 Bangla | 06:57:06 PM IST Sep 13, 2021

৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে সবুজ সাথী প্রকল্পে নবম শ্রেণীর পড়ুয়াদের সাইকেল বিতরণ করা হয়। তমলুক হাইস্কুলে "দুয়ারে সরকার" প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের ক্যাম্প পরিদর্শনে তাম্রলিপ্ত পৌরসভার মুখ্য পৌর প্রশাসক ও ওয়ার্ড কোর্ডিনেটররা পৌরসভার একটি স্কুলের নবম শ্রেণির পড়ুয়াদের সাইকেল দেওয়া হয়। সবুজ সাথী প্রকল্পের সপ্তম পর্যায়ে সাইকেল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার মুখ্য পৌর প্রশাসক দীপেন্দ্র নারায়ণ রায়। এদিন চারটি স্কুলের ২৮০ জন নবম শ্রেণীর পড়ুয়াদের সাইকেল দেওয়া হয়।

লেটেস্ট ভিডিও