তমলুকের রূপনারায়ন নদে ধরা পড়ল ক্রোকোডাইল ফিস

Bangla Editor | News18 Bangla | 10:54:32 AM IST Sep 04, 2021

তমলুকের গঞ্জনারায়ণপুর এলাকায় রূপনারায়ণ নদী ধরা পড়ল ক্রোকোডাইল ফিস। ৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে নদীতে ঠেলা জালে মাছ ধরার সময় এক ব্যক্তির ঠেলা জালে ওই ক্রোকোডাইল ফিস ধরা পড়ে। সামুদ্রিক মাছ ক্রোকোডাইল ফিস ধরা পড়ায় দেখতে উৎসুক এলাকাবাসী নদের পাড়ে ভিড় জমায়। প্রায় চার কেজি ওজনের এই ক্রোকোডাইল ফিস ঠেলা জালে উঠে আসে। কিছুক্ষণ পর আবার মাছটিকে জীবিত অবস্থায় রূপনারায়ণ নদের জলে ছেড়ে দেওয়া হয়।

লেটেস্ট ভিডিও