নন্দকুমারে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে বৃদ্ধ দম্পতি নেই সরকারি সুযোগ-সুবিধা। নন্দকুমার ব্লকের বাসুদেব পুর গ্রাম পঞ্চায়েতের বাসুদেবপুর উত্তর বুথে অসহায় ভাবে দিন কাটাচ্ছে এক বৃদ্ধ দম্পতি। পাচ্ছে না কোন সরকারি সুযোগ-সুবিধা, পাচ্ছে না মানবিক পেনশন বার্ধক্য ভাতা। বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের বাসুদেবপুর উত্তর বুথে কানাইলাল দীক্ষিত ও তার স্ত্রী সাবিত্রী দীক্ষিত নিদারুণ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। দুজনেই বয়সের ভারে স্বাভাবিক হাঁটাচলা করতে পারে না। কানাইলাল দীক্ষিতের বয়স ৯২ ও তার স্ত্রী সাবিত্রী দীক্ষিতের বয়স ৮৭। এই বৃদ্ধ দম্পতিরকোন পুত্র সন্তান নেই। তিনটি মেয়ের বিয়ে হয়ে গেছে অনেক আগেই। বর্তমান আর্থিক সঙ্গতিহীন এই বৃদ্ধ দম্পতির প্রতিদিন অন্যের মুখাপেক্ষী হয়ে অসহায় দিন কাটাচ্ছে। কানাইলাল দীক্ষিতের অভিযোগ অনেকবার বার্ধক্য ভাতার জন্য আবেদন করা সত্ত্বেও তাদের দুজনের নাম আসেনি বার্ধক্য ভাতা তালিকায়। ভেঙে পড়ছে মাটির বাড়ি স্থানীয় পঞ্চায়েত একটি ত্রিপল ছাড়া আর কিছুই দেয়নি। মেয়ের বাড়ি এক নাতি এসে মাঝে মাঝে বাজার করে ও কিছু টাকা পয়সা দিয়ে যায়। এভাবে অসহায় অবস্থায় দিন কাটছে। এ বিষয়ে নন্দকুমার পঞ্চায়েত সমিতির বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মঞ্জু বক্সীর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, "এ বিষয়ে তার জানা নেই। তিনি খোঁজখবর নিয়ে দেখবেন কেন ওই বৃদ্ধ দম্পতি বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত।" তিনি ঐ বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।