বসিরহাট, উত্তর ২৪ পরগনা : করোনার টিকা পেলেও লকডাউনে অর্থনৈতিক সংকটে যৌনকর্মীরা, বিকল্প কর্মসংস্থানের পথে । টিকা ও ত্রাণ পেলেও জীবন-জীবিকায় গভীর সংকটে বসিরহাটের যৌন কর্মীরা। বসিরহাট মহকুমার বসিরহাট ২নং ব্লকের মাটিয়া যৌনপল্লীতে প্রায় ১৫০০ জন যৌনকর্মী রয়েছে। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম যৌনপল্লী হিসেবে মাটিয়াকে গন্য করা হয়। কিন্তু করোনা আবহে লকডাউনের দ্বিতীয় ঢেউয়ে গভীর সঙ্কটে যৌনকর্মীরা। যান চলাচল বন্ধ থাকায় তারা কাজ প্রায় হারাতে বসেছে। যার জেরে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। ইতিমধ্যে যৌনকর্মীদের মাটিয়া থানা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে ত্রাণ দিলেও তাতে সংসার চালানো দায় হয়ে পড়েছে। গাইঘাটা, উত্তর ২ পরগনা : পুলিশের জালে গাইঘাটা পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিজেপি নেতা ধ্যেনেস নারায়ণ গুহর গাড়ির চালক দেবব্রত বিশ্বাস। পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার গোপন সূত্র মারফত খবর পেয়ে পুলিশ গাইঘাটা থানার ঢাকুরিয়া এলাকায় নাকা করবার সময় বনগাঁ থেকে ঠাকুরনগর যাবার সময় একটি স্করপিও গাড়ি দেখে সন্দেহ হওয়ায় তাকে আটক করে। গাড়িতে ছিল ধ্যেনেস নারায়ণ গুহর গাড়ির চালক দেবব্রত বিশ্বাস। পুলিসি তল্লাশিতে উদ্ধার হয় দুটি আগ্নেয় অস্ত্র এবং দুটি কার্তুজ। এরপরই দেবব্রত কে গ্রেপ্তার করে গাইঘাটা থানার পুলিশ। দেবব্রত কে বনগাঁ মহাকুমা আদালতে তোলা হয়। বিজেপি নেতা ধ্যেনেস নারায়ণ গুহর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।