গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৬৭৬৯ জন।করোনার দৈনিক সংক্রমণে রেকর্ড ভারতের, দেশে একদিনে২০০৭৩৯ জন করোনা আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ১০৩৮ জন-র উত্তর ২৪ পরগনা জেলায় নতুন করে ১৩৫৪ জন করোনাআক্রান্ত গত ২৪ ঘন্টায়। রাজ্যে একদিনে সুস্থ হয়েছেন ২৩৮৭ জন উত্তর ২৪ পরগনা জেলায় ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫৬০ জন। ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ২২ জনের,তার মধ্যে ৬ জন এই জেলার, ফলে রাজ্যে করোনা অ্যাকটিভেরসংখ্যা এখন বেড়ে হল ৩৬৯৮১ জন। রাজ্যে করোনা গ্রাফ যখনউর্ধ্বগামী তখন ভয় দেখাচ্ছে কোলকাতা ও উত্তর ২৪ পরগনাএই দুই জেলা। হিজল পুকুরে দুপুরবেলা দুঃসাহসিক চুরি । আজ দুপুর বেলা নিপুন কান্তি মজুমদারের বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে চুরি হয়ে গেল আনুমানিক 6 লক্ষ টাকার সোনার গহনা ও নগদ 30,000 টাকা । সূত্রের খবর আজ দুপুরে কান্তি বাবুর স্ত্রী হিন্দু মিলন মন্দির থেকে দুপুরবেলা বাড়ি ফিরে দেখে আলমারির লকার ভাঙ্গা ও তারপর চোখে পড়ে জানালার গ্রিল ভাঙ্গা ও সোনার গহনা চুরি হয়েছে । তারপরে তিনি প্রতিবেশী দের খবর দেয় এবং হাবড়া থানায় খবর দেওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ । পুলিশ ঘটনার তদন্ত করবে বলে আশ্বাস দেন । নিপুন কান্তি মজুমদারের আরো অভিযোগ তার এলাকায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপ হয় তিনি বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো লাভ হয়নি এবং তার বাড়ির রাস্তায় কোনো লাইট নেই । এভাবে দিন দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনায় ঘুম উড়েছে পরিবারের । এখন দেখার পুলিশ কতটা এই ঘটনার সক্রিয় ভূমিকা রাখে ।গাইঘাটা বিধানসভার তৃণমূল-কংগ্রেসের প্রার্থী নরোত্তম বিশ্বাসের সমর্থনে রোড-শো অভিনেতা সোহম-র।গাইঘাটার গনদিপায়ন মোড় থেকে চোঙদা হয়ে নখপুল পর্যন্ত রোড-শো করেন সোহম।সোহম-কে দেখতে রাস্তার পাশে গাইঘাটার মানুষের ঢল চোখে পরার মতো, তাঁর বিশ্বাস গাইঘাটা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী নরোত্তম বিশ্বাস জিতবেন।