করোনাকে রুখতে বারাসত জেলা পুলিশের কড়া ভূমিকা, মাস্কহীন মানুষদের আটক

Bangla Digital Desk | News18 Bangla | 05:40:43 PM IST Oct 29, 2021

বারাসাত, উত্তর ২৪ পরগনা : করোনাকে রুখতে বারাসত জেলা পুলিশ কড়া ভূমিকা। বারাসত চাঁপাডালিতে পুলিশ সুপারের উপস্থিতিতে মাক্সবিহীন মানুষকে গ্রেপ্তার করা হয় এদিন।। গত দুদিনে মোট ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানালেন বারাসত পুলিশ সুপার মুখ্যার্জি। পাশাপাশি এদিন বারাসত চাঁপাডালি মোড়ে কিছু মানুষের হাতে মাক্স তুলে দেওয়া হয় যাদের সেই ভাবে মাক্স পরার মত ক্ষমতা নেই,অর্থাৎ গরীব মানুষেত হাতে তুলে দেওয়া হয় মাক্স। এই অভিযান বারাসত জেলা পুলিশের পক্ষ থেকে লাগাতার চলবে,উৎসবের মরসুমে যেন সকলে মাক্স পরে কোভিডবিধি মেনে চলে তার জন্য কড়া বার্তা পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি। এদিন পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার,এসডিপিও,বারাসত থানার আইসি সহ পুলিশ আধিকারিকরা। বেশ কিছু সময় বারাসত চাঁপাডালি মোড়ে পুলিশ সুপার উপস্থিত থেকে করোনা সচেতেনতা প্রচার চালায় বারাসত জেলা পুলিশের তরফ থেকে।

লেটেস্ট ভিডিও