রাতুল ব্যানার্জি, উত্তর ২৪ পরগনা : বিজেপি করার অপরাধে এক কৃষকের চাষের জমিতে তাণ্ডব চালিয়ে ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানায়। এ বিষয়ে অভিযোগ দায়ের করেছে ওই বিজেপি সমর্থক। রবিবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা গোপালনগরের আকাইপুর অঞ্চলের শিয়ালডাঙ্গা গ্রামের কৃষক তথা বিজেপি সমর্থক মনোজ বিশ্বাস ছয় কাটা জমি ভাগে নিয়ে পটল চাষ করে ছিলেন। সেই জমির পটল গাছ কেটে নষ্ট করে দেয় বলে অভিযোগ। যদিও এই অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। জানা গিয়েছে, ভোটের পর থেকেই এলাকায় উত্তেজনা রয়েছে। ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর ওই অঞ্চলে বিজেপি কর্মী-সমর্থকদের মারধর করা হয়ছে, এমন কী খুন করে দেওয়ার ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ। বনগাঁ, উত্তর ২৪ পরগনা : আমরা বাঙালি সংগঠনের বনগাঁ শাখার পক্ষ বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে উত্তরবঙ্গের বিধায়ক জর্ন বাল্লারের কুশপুত্তলিকা পড়ানো হয়। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ বাটার মোড় চত্বরে। সংগঠনের পক্ষ থেকে বনগাঁ ত্রিকোণ পার্ক থেকে শুরু করে কোট রোড ধরে একটি মিছিল করে স্লোগান করে প্রতিবাদ জানায় তারাপ। গুটিকয়েক মানুষ এ দিনের আন্দোলনের উদ্যোগ নেয়। পরে সাধারণ মানুষের সহযোগিতায় মিছিলটি বৃহত্তর আকার ধারণ করে। কোনরকম যানচলাচল অবরুদ্ধ না করে সারা পশ্চিমবঙ্গের বাঙালিকে এক হয়ে এই বাংলা ভাগকে রুখতেঅ আন্দোলন করা উচিত বলে জানান সংগঠনের সদস্যরা।