বারাসত, উত্তর ২৪পরগনা : চার দফা দাবি নিয়ে জেলা স্বাস্থ দপ্তরে ডেপুটেশন কর্মসূচি AIUTUC পক্ষ থেকে। দীর্ঘদিন ধরে করোনা অতিমারি পরিস্থিতিতে সারা দেশের সাথে রাজ্যতে প্রায় ৬০ হাজার আশা কর্মী তাদের জীবন বাজি রেখে কোভিড মোকাবিলা, পোলিও প্রতিরোধ, কোভিড ভেকসিন প্রদান, শিশু ও মাতৃমৃত্যু ঠেকাতে ঝড় বৃষ্টি উপেক্ষা করে তাদের দায়িত্ব পালন করে চলেছে। অথচ ফ্রন্টলাইন ওয়ার্কারদের প্রতি সামান্য প্রাপ্যটুকু বা উৎসাহ ভাতা কয়েক মাস ধরে দেওয়া হচ্ছে না।। কোভিড ভ্যাকসিন দেওয়ার কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেও সরকারি আদেশ নামা থাকা সত্ত্বেও আজও তাদের প্রাপ্যের কোনো সমস্যার সমাধান হয়নি। পশ্চিমবঙ্গ আশা কর্মীর তাই জানান মূলত চার দফা দাবি নিয়ে অবিলম্বে মাসের বকেয়া উৎসাহ ভাতা দিতে হবে। কোভিড সংক্রান্ত আশা কর্মীদের বীমার টাকা অবিলম্বে দিতে হবে। কোভিড ভ্যাকসিন দেওয়ার কাজে নিযুক্ত থাকার জন্য পাপ্য অর্থ অবিলম্বে দিতে হবে। এবং শেষ দাবি বুধবার সরকারি ছুটির দিন থাকলেও আশা কর্মীদের প্রাপ্য টাকা দিতে হবে। এই চার দফা দাবি নিয়ে পশ্চিমবঙ্গ আশা কর্মি উনিয়ন বারাসাত স্টেশন এক নম্বর টিকিট কাউন্টার সংলগ্ন এলাকা থেকে মিছিল শুরু করে। এবং শেষ করবে সিএমওএইচ দপ্তরে গিয়ে শেষ করে। এবং তাদের চার দফা দাবি নিয়ে স্মারকলিপি জমা দেয় সিএমওএইচ এর কাছে।
খড়দহ, উত্তর ২৪পরগণা : খড়দহ বিধানসভা উপনির্বাচনে মকপোলের মাধ্যমে ভোট গ্রহণ পর্ব শুরু হল,সকাল থেকে ভোটের লাইনে লম্বা ভীর ভোটারদের।