বারাসত, উত্তর ২৪ পরগনা : উত্তর ২৪ পরগনা জেলার বারাসত পুলিশ ডিস্ট্রিক্ট এর শারদ উৎসবের রোডম্যাপ উদ্বোধন করলেন ডিআইজি, প্রসূন বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের বারাসত পুলিশ জেলার ছোট-বড় মোড় দুর্গাপূজা সংখ্যা ১৫৩৩ টি। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে পুলিশি তদারকিতে দুর্গাপুজো সমস্ত নিয়ম ও আচার-আচরণ পালিত হবে। জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় জানান মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক রেখেই এই উৎসবকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালিত করতে হবে। পূণ্যার্থীদের প্রবেশের জন্য ডবল ভ্যাকসিন এর ক্ষেত্রে পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলা হয়েছে। করোনা বিধি মেনেই এই উৎসব পালন করা হবে। সাধারণ মানুষের কাছে একটাই আবেদন প্রশাসনকে এবং ক্লাব উদ্যোক্তাদের যাতে সহযোগিতা করেন সে বিষয়ে সচেতন হতে হবে । বনগাঁ, উত্তর ২৪ পরগনা: বিজেপির দুই পঞ্চায়েত সদস্যাসহ হাজারের বেশি কর্মী-সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। উত্তর ২৪ পরগনা বনগাঁ কালুপুর বাজারে মিলন মেলার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। সেখানে কালুপুর গ্রাম পঞ্চায়েতের দুই বিজেপির সদস্য সহ প্রায় বারোশো বিজেপি কর্মী সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। এদিন তাদের হাতে দলিয় পতাকা তুলে দেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলো রানী সরকার।