বনগাঁ, উত্তর ২৪ পরগনা :-করোনার পাশাপাশি ডেঙ্গু নিয়ে তৎপর প্রশাসন ৷ এ ডি এম ও জেলা স্বাস্থ্য আধিকারিক এর উপস্থিতিতে প্রশাসনিক বৈঠক হল বনগাঁ মহকুমা শাসকের দপ্তরে। রাজ্যের মধ্যে করোনা আক্রান্তর সংখ্যা উত্তর ২৪ পরগনা প্রথম ছিল। বর্তমানে অনেকটাই কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু তৎপর জেলা প্রশাসন। শুক্রবার বনগাঁ মহাকুমার প্রশাসনিক কর্তাদের নিয়ে মহকুমা শাসকের দপ্তরে করোনা ও ডেঙ্গু সচেতনতা নিয়ে বৈঠক করলেন এ ডি এম ও জেলা স্বাস্থ্য আধিকারিক। ঠাকুরনগর, উত্তর ২৪ পরগনা : আংশিক লকডাউনের নির্দিষ্ট সময়সীমার বাঁধনে ক্ষতিগ্রস্থ বৃহত্তর ঠাকুরনগরের ফুল বাজারের ক্রেতা ও বিক্রেতারা। করোনা অতিমারীর দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় রাজ্য সরকার আংশিক লকডাউন ঘোষণা করতে বাধ্য হয়েছে। এর সময়সীমা আগামী ১লা জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এরই মাঝে রাজ্যের দ্বিতীয় সর্ববৃহৎ ফুলবাজার উত্তর ২৪ পরগনা জেলার ঠাকুরনগর ফুল বাজারের ফুল চাষী, ক্রেতা এবং বিক্রেতারা সমস্যার সম্মুখীন হয়ে পড়েছে। সরকারি বিধি অনুসারে সকাল সাত টা থেকে ১১টা পর্যন্ত বাজার খোলা থাকায় ফুল বিক্রি হচ্ছে ঠিকই কিন্তু সমস্যা হল ফুল পচনশীল হওয়ায় বিক্রি না হওয়া ফুল হিমঘরে রাখলে বিক্রির অযোগ্য হয়ে যাচ্ছে। তাই বাধ্য হয়ে সকাল বেলায় নির্দিষ্ট টাইম এর মধ্যে একেবারেই নামমাত্র দামে বিক্রি করতে হচ্ছে, প্রথম দিনে বিক্রি না হওয়া ফুল পরের দিন ক্রেতারাও ফুল কিনতে চাইছেন না। চাষীদের আবেদন, সরকার যদি তাদের বিক্রির সময়সীমা নিয়ে একটু ভাবেন, আরো দুই ঘন্টা ফুল বাজার খোলা থাকলে কৃষকদের ফুল বিক্রি করতে সুবিধা হবে।