ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রবল জলোচ্ছ্বাসে এখনো জলমগ্ন নন্দীগ্রাম। নন্দীগ্রামের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। সব হারিয়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে মানুষজন। কিন্তু মিলছে না সেভাবে সরকারি সাহায্য ত্রাণ সামগ্রী। নন্দীগ্রামে ত্রাণ নিয়ে মানুষের পাশে এসে দাঁড়াল এক স্বেচ্ছাসেবী সংস্থার যোদ্ধারা। স্বেচ্ছাসেবী সংস্থা চলো পাল্টাই খাদ্য থেকে পানীয় জল সহ আরো নানান জিনিসপত্র নিয়ে নন্দীগ্রামের মানুষের পাশে এসে দাঁড়াল। অন্যদিকে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেল নন্দীগ্রামে দুই কিশোর। পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র উপকূলবর্তী এলাকা বিধ্বস্ত হয়ে গেছে ঘূর্ণিঝড়ের ইয়াসের কারণে। নন্দীগ্রামে ঘূর্ণিঝড়ে বাড়ি ঘর ভাঙ্গার পাশাপাশি ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটি, রাস্তার উপর ছিঁড়ে পড়ে আছে ইলেকট্রিক তার। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বহু এলাকায়। বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ায় ও রাস্তার উপর ইলেকট্রিক তার পড়ে থাকায় বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা গেল নন্দীগ্রামের দুই কিশোর। ঘূর্ণিঝড় কেটে যাওয়ায় মাছ ধরতে বেরিয়ে পড়ে স্থানীয় গ্রামের বাসিন্দারা। মাছ ধরতে বেরিয়ে নন্দীগ্রাম ২ নং ব্লকের দ্বিতীয়-খন্ড জলপাই গ্রামে রাস্তার ধারে, বৈদ্যুতিক তার জড়ানো অবস্থায় সাইকেল নিয়ে দুই যুবকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এরপর বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দুই যুবককে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা, খবর দেওয়া হয় নন্দীগ্রাম থানার পুলিশকে। ঘটনাস্থলে উপস্থিত হয় নন্দীগ্রাম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় মৃত দুই কিশোরের নাম আকাশ পড়ুয়া (১৬), প্রীতম প্রধান (১৭)।