ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি: আজ মহানবমী। এবছরের দুর্গাপুজোর অন্তিম মুহূর্ত। কারণ রাত পোহালেই দেবীর বিসর্জনের পালা। কিন্তু সেই মনভারাক্রান্ত মুহূর্তকে সরিয়ে শিলিগুড়ির বাজেট পুজো কমিটিগুলো সাজিয়ে তুলেছে তাদের মণ্ডপসজ্জা থেকে দেবী প্রতিমা। শিলিগুড়ির রথখোলা স্পোর্টিং ক্লাবের এবার ৫৬তম বর্ষ। তাঁরা এবার করোনা মধ্যকালীন পর্যায়ে 'পৃথিবী কেমন আছো' ভাবনায় মণ্ডপ সাজিয়ে তুলেছেন। অন্যদিকে, সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়নের পুজো এবার ৬৭তম বর্ষে পদার্পণ করল। তাঁদের এবারে আয়োজনে নেই কোনও থিম। তবে সাবেকিয়ানায় প্রতিমা ও নাটমন্দিরের আদলে মণ্ডপসজ্জাই হল এবারের পুজো উদ্যোক্তাদের ভাবনা। পাশাপাশি, শহরের রথখোলা এলাকায় অবস্থিত নবীন সংঘ প্রতিবারই নিত্যনতুন ভাবনার উন্মেষ ঘটিয়ে দর্শনার্থীদের এক অভিনবত্বের পুজো উপহার দিয়ে থাকে। সঙ্গে পুজোর কয়দিন থাকে সমাজসেবামূলক কর্মসূচিও। এবারে ৫৪ তম বর্ষে 'এসো মা মুক্ত করো' ভাবনায় সেজে উঠেছে মণ্ডপ। যদিও আয়োজকদের দাবি, খোলা মণ্ডপেই হবে মাতৃ আরাধনা। সেই সঙ্গে আছে স্যানিটাইজেশন ও মাস্কহীনদের মাস্ক তুলে দেওয়ার ব্যবস্থা। একইসঙ্গে, শহরে সূর্যনগর ফ্যান্সি ইউথ সংঘ এবার ৭১তম বর্ষে পদার্পণ করল। তাদের এবারের আকর্ষণ 'ঢাকে পড়ল কাঠি, মণ্ডপে পাটকাঠি'।