পুলিশের দুটি পৃথক অভিযানে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ মাদক দ্রব্য। সোমবার গভীররাতে নিউ জলপাইগুড়ি থানা এবং গোয়েন্দা বিভাগের যৌথ একটি অভিযান শুরু হয়। গোপন সূত্রে খবর পেয়ে দু’জন সন্দেহভাজন ব্যক্তিকে ঘোড়ামোড় থেকে গ্রেপ্তার করে এনজেপি থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন পশ্চিম ধনতলার বাসিন্দা এবং অপরজন সুকান্তপল্লীর বাসিন্দা। ধৃতদের নাম দেবকুমার দাস এবং অনিল মাহাতো। তাদের কাছে থেকে বিপুল পরিমাণ বেআইনি ঘুমের ওষুধ, সিরিঞ্জ এবং ট্যাবলেট উদ্ধার করা হয়। অন্যদিকে, মঙ্গলবার বেলা গড়াতেই ভক্তিনগর থানার অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ২৪ কেজি গাঁজা। এরই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে সমির রায় এবং উমেশ রায় নামে দুই অভিযুক্তকে। ব্যাগের মধ্যে প্যাকেটবন্দি করে ওই মাদক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানা যায়নি। ওই দু'জন যথাক্রমে দক্ষিণ একতিয়াশাল এবং ভোলানাথপাড়ার বাসিন্দা। পাশাপাশি, এদিন গোপন সূত্রের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত প্রধাননগর থানা পুলিশ শিলিগুড়ির চম্পাসরি, মিলনমোড় এলাকায় অভিযান চালায়। আর সেই অভিযানে উদ্ধার হয় প্রচুর অবৈধ দেশি ও বিদেশি মদ। গ্রেপ্তার করা হয় দু'জনকে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম গোপাল বিশ্বকর্মা ও পুষ্পা থাপা। ধৃতরা ওই এলাকারই স্থানীয়। এদিন আটক ছয়জনের বিরুদ্ধেই মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। তবে, শিলিগুড়ি পুলিশের এহেন ভূমিকায় কার্যত খুশি গোটা শহরবাসী। ভবিষ্যতেও এমন অভিযান মাঝেমধ্যেই চালানো হবে বলে দাবি পুলিশের।