আটটায় হাওড়া: হাওড়ার সারাদিনের খবর

Bangla Digital Desk | News18 Bangla | 08:12:46 PM IST Apr 13, 2021

মঙ্গলবার সকালে ২৩ এ রুটের বালিহল্ট থেকে করুনাময়ীগামী চলন্ত একটি সরকারি বাস লক্ষ্য করে চললো গুলি। কে বা কারা গুলি চালালো তার এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। ঘটনার তদন্তে বালি থানার পুলিশ। আজ নীলষষ্ঠী। সকাল থেকেই হাওড়ার বিভিন্ন শিব মন্দিরের সামনে পুজো দেওয়ার জন্য মহিলাদের ভিড়।সন্তান-সন্ততিকে অকাল মৃত্যুর হাত থেকে বাঁচাতে চৈত্র সংক্রান্তির দিন পালন করা হয় এই ব্রত। করোনা সংক্রমণ রুখতে হাওড়ার সাঁতরাগাছি এলাকায় মঙ্গলবার টোটো করে জনসচেতনতা মূলক প্রচার চালালো সাঁতরাগাছি থানার পুলিশ। হাওড়ার বাঁকড়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে আক্রান্ত বিজেপি কর্মীদের মঙ্গলবার হাওড়া হাসপাতালে দেখা করতে এসে তাদের পয়লা বৈশাখের নতুন জামাকাপড় প্রদান করলেন বিজেপি নেতা বিভাস হাজরা। মঙ্গলবার আমতার সিটিসি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একাধিক সরকারি ও বেসরকারি বাস দাঁড়িয়ে থাকায় সৃষ্টি হয় তীব্র যানজটের।

লেটেস্ট ভিডিও